ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে কোরবানির ছাগলের মুখে নকল দাঁত, বিক্রেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৬ জুন ২০২৪   আপডেট: ১২:৫৯, ১৬ জুন ২০২৪
পাকিস্তানে কোরবানির ছাগলের মুখে নকল দাঁত, বিক্রেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

দাঁত দেখে সাধারণত পশুর বয়স নির্ণয় করা হয়। তাই পশু কেনার আগে তার দাঁত দেখা হয়। কোরবানি উপলক্ষে বিক্রির জন্য আনা ছাগলের দাঁত দেখেন এক ক্রেতা। ছাগলটির দাঁতও ছিল।

কিন্তু সেটি ছিল প্লাস্টিকের। বিষয়টি বুঝতে পারেন ওই ক্রেতা। পরে প্রতারণার অভিযোগে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নেশনের এক প্রতিবেদেনে এ খবর জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ জুন) পাকিস্তানের করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভিডিও চিত্রে দেখা যায়, এক ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত খুলে আনছেন। 

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা সাতটি ছাগল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী জানান, তার বাড়ি সিন্ধু প্রদেশে। তিনি ঈদুল আজহার জন্য পশু বিক্রি করতে করাচিতে এসেছিলেন।

এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়