ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন প্ল্যান্ট স্থাপনে জমি কিনবে ফার্মা এইডস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৬ মে ২০২৪  
নতুন প্ল্যান্ট স্থাপনে জমি কিনবে ফার্মা এইডস

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০৩ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জমিতে নতুন ম্যানুফেকচারিং প্ল্যান্ট স্থাপন করবে কোম্পানিটি।

রোববার (২৬ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের ১৫০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন:

তথ্য মতে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মৌজায় অবস্থিত কারখানার কাছেই ওই জমির অবস্থান। রেজিস্ট্রেশন ও অন্যান্য ব্যয় বাদে শুধু জমি কিনতে ব্যয় হবে ১১ কোটি ৩৮ লাখ টাকা।

কোম্পানির ভাষ্য মতে, এ জমিতে একটি স্টেট অব দ্যা আর্ট অ্যাম্পুল উৎপাদন প্ল্যান্ট স্থাপন করা হবে, যা হবে গুড ম্যানুফেকচারিং প্র্যাক্টিস (জিএমপি) এবং আইএসও মান সম্পন্ন। ফার্মা এইডস লিমিটেড বর্তমানে ইনজেকশনে ব্যবহৃত কাঁচের শিশি (অ্যাম্পুল) উৎপাদন করে থাকে। বাজারে এই পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু বিদ্যমান কারখানায় উৎপাদন বাড়ানোর সুযোগ নেই। জায়গার অভাবে সেখানে নতুন প্ল্যান্ট স্থাপন করাও সম্ভব নয়। কোম্পানিটি যদিও বাড়তি চাহিদা পূরণে অন্য কারখানায় ভাড়াভিত্তিক পণ্য উৎপাদন করছে, তবে সেটি পর্যাপ্ত নয়। এমন অবস্থায় কোম্পানি জমি কিনে নতুন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ওই জমিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ব্যবসা বহুমুখী করার সুযোগও থাকবে। বে নতুন প্ল্যান্ট নির্মাণে ব্যয় কত হবে তা জানায়নি কোম্পানিটি।

এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আগামী ২৬ জুন সকাল সাড়ে ১১টায় এ ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।

/এনটি/ইমন/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়