ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ কোম্পানির আইপিও`র অর্থ ব্যবহার খতিয়ে দেখবে বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১ অক্টোবর ২০২৪  
৯ কোম্পানির আইপিও`র অর্থ ব্যবহার খতিয়ে দেখবে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা পুনঃ প্রাথমিক গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোথায় ও কীভাবে বিনিয়োগ করেছে, তা খতিয়ে দেখবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৪তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

যে ৯টি কোম্পানি পরিদর্শন করা হবে, সেগুলো হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি), বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রিং সাইন টেক্সটাইল লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানির আইপিও বা আরপিও এর মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোথায় ও কীভাবে বিনিয়োগ করেছে তা খতিয়ে দেখবে বিএসইসি।

এনটি/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়