ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবিবার থেকে নতুন সময়সূচিতে সিএসইতে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২৩ জানুয়ারি ২০২৫  
রবিবার থেকে নতুন সময়সূচিতে সিএসইতে লেনদেন

পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বা শেয়ার কেনাবেচার সময় বাড়ছে। এক্সচেঞ্জটিতে লেনদেনের সময় ৪৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি আগামী রবিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়ে দিয়েছে সিএসই কর্তৃপক্ষ। ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনেদেন পরিচালনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তথ্য মতে, আগামী রবিবার থেকে সিএসইতে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে, যা বেলা ২টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে। বর্তমানে এক্সচেঞ্জটিতে লেনদেন শুরুর সময় সকাল ১০টা। দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত এই লেনদেন চলে।

লেনদেনের সময় বৃদ্ধির কারণে পোস্ট-ক্লোজিং সেশনের সময়সূচি পরিবর্তিত হবে। এখন দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন। নতুন সময়সূচি অনুসারে পোষ্ট-ক্লোজিং চলবে দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত।

বিনিয়োগকারীদের জন্য নমনীয়তা এবং তারল্য সুবিধা বাড়ানোর লক্ষ্যে লেনদেনের সময়সীমা বাড়ানো হচ্ছে বলে সিএসইর চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নির্ধারিত সময় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়