ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরো দুটি প্রতিষ্ঠান পেল পরিবেশবান্ধব কারাখানার সনদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:০৯, ২৫ জানুয়ারি ২০২৫
আরো দুটি প্রতিষ্ঠান পেল পরিবেশবান্ধব কারাখানার সনদ

বাংলাদেশের একটি পরিবেশবান্ধব কারখানা (ফাইল ফটো)

দিন যতই যাচ্ছে, বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশবান্ধব সবুজ কারখানা ততই বাড়ছে। এবার আরো দুটি প্রতিষ্ঠান পেলো পরিবেশবান্ধব কারখানার সনদ। ফলে, দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৫টিতে। 

শনিবার (২৬ জানুয়ারি) তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

নতুন স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—গাজীপুরের বাহাদুরপুরের টিএম জিন্স লিমিটেড এবং রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ আজমেরি কম্পোজিট নিট লিমিটেড। টিএম জিন্স লিমিটেডের কারখানা ৮১ নম্বর পেয়ে প্লাটিনাম সনদ এবং আজমেরি কম্পোজিট নিট লিমিটেডের কারখানা ৬৩ নম্বর পেয়ে গোল্ড সনদ অর্জন করেছে।  

বিজিএমইএর তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে অর্ধেকের বেশি কারখানা বাংলাদেশে। এ তালিকায় সর্বশেষ যোগ হয়েছে দুটি প্রতিষ্ঠান। এ দুটিসহ বাংলাদেশের ২৩৫টি লিড প্রত্যায়িত কারখানার মধ্যে ৯৪টি প্লাটিনাম রেটেড, ১২৭টি গোল্ড রেটেড, ১০টি সিলভার রেটেড এবং ৪টি সার্টিফাইড কারখানা। 

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ— লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

লিড সনদের জন্য নয়টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট আছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০ থেকে ৭৯ হলে ‘লিড গোল্ড‘, ৫০ থেকে ৫৯ হলে ‘লিড সিলভার‘ এবং ৪০ থেকে ৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড‘ সনদ পাওয়া যায়।

লিড সনদপত্রের জন্য যোগ্যতা অর্জন করা সহজ কাজ নয়। এর জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশের আরো ৫০০টি কারখানা লিড প্রত্যায়িত হওয়ার প্রক্রিয়ায় আছে।

ঢাকা/নাজমুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়