ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ক্যাপিটাল মেশিনারিজ কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫  
নতুন ক্যাপিটাল মেশিনারিজ কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ মাল্টি-ফাংশনাল চকোলেট প্ল্যান্টের জন্য নতুন ক্যাপিটাল মেশিনারি ক্রয় এবং আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, হংকং এর মেসার্স লিংক সোর্সিং লিমিটেড থেকে ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের এই সকল যন্ত্রাংশ ক্রয় এবং আমদানি করা হবে। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৩০০ মেট্রিক টন।

কোম্পানির নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের লোলাটি এলাকায় অবস্থিত কারখানাটিতে এসব মেশিনারিজ স্থাপন ও কমিশনিং করা হবে।

এনটি//

সর্বশেষ

পাঠকপ্রিয়