ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এস আলম কোল্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (১ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৫৩.২৫ শতাংশ। এর আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৫.৪০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৩.৬০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপার মিলসের ৪৭.৬৯ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ৩৭.৫০ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩১.৯১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২৬.৮৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২০.৪১ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১৯.১৯ শতাংশ, ইউসিবি ব্যাংকের ১৮.৮৯ শতাংশ, সি পার্লের ১৮.০৪ শতাংশ ও পেনিনসুলা চিটাগাংয়ের ১৭.২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/রফিক