ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেল-ডালসহ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৩ মার্চ ২০২৫   আপডেট: ১৫:০১, ৩ মার্চ ২০২৫
তেল-ডালসহ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতি

তেল ও ডালসহ বেশকিছু পণ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রমজানে বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

ভ্যাট অব্যাহতির তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে আছে— সরিষার তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মসলা ইত্যাদি। এসব পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ অনুযায়ী, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। সরিষার তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনো সময়সীমা দেওয়া হয়নি আদেশে।

দেশে উৎপাদিত কিছু পণ্যে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। পণ্যগুলো হলো— ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য, আটা, ময়দা, লবণ, সুজি, বিস্কুট, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, রাইস ব্র্যান অয়েল বা ধানের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল ইত্যাদি।

ঢাকা/এনএফ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়