ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিআরআর কমল, বাড়বে ব্যাংকের বিনিয়োগ সক্ষমতা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৫ মার্চ ২০২৫  
সিআরআর কমল, বাড়বে ব্যাংকের বিনিয়োগ সক্ষমতা

ফাইল ফটো

আমানতের বিপরীতে নগদ জমা সংরক্ষণে (সিআরআর) পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন ব্যাংকের আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো, এখন থেকে তা দৈনিক ৩ শতাংশ অর্থ জমা রাখতে হবে। এর ফলে, ব্যাংকের বিনিয়োগ করার সক্ষমতা বাড়বে।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এই নির্দেশনা দিয়েছে। জানা গেছে, ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি কমে ৭ দশমিক ৪৪ শতাংশে নেমেছে। বাংলাদেশ ব্যাংকও দৈনিক ভিত্তিতে টাকা ধার দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর নগদ জমার হার কমানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের সব তফসিলি ব্যাংককে (ইসলামি শরিয়াহ্–ভিত্তিক ব্যাংকসহ) তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দুই সপ্তাহের গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদে জমা রাখতে হয়। তারল্য ব্যবস্থাপনা আরো সুসংহত করতে জমার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ মার্চ থেকে পরিবর্তিত হার কার্যকর হবে। নতুন নিয়মে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে কমপক্ষে ৩ শতাংশ হবে এবং দুই সপ্তাহের গড় ভিত্তিতে তা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক জানায়, মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ২৮ দিনের রেপো বন্ধ হবে। এরপর জুনে ১৪ দিনের রেপো বন্ধ হবে। ফলে ব্যাংকগুলো সপ্তাহে শুধু এক দিন (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি সুদ দিয়ে টাকা ধার নিতে পারবে।

ঢাকা/এনএফ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়