ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এজেন্ট ব্যাংকিংয়ের অর্ধেক এজেন্ট পাবে নারী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১০ মে ২০২৫   আপডেট: ১১:১৫, ১০ মে ২০২৫
এজেন্ট ব্যাংকিংয়ের অর্ধেক এজেন্ট পাবে নারী

প্রতীকী চিত্র

বাংলাদেশ ব্যাংক দেশের এজেন্ট ব্যাংকিং সেবায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে নিয়োগপ্রাপ্ত নতুন এজেন্টদের মধ্যে ৫০ শতাংশ নারী হতে হবে। ফলে নারীরা এজেন্ট ব্যাংকিংয়ের অর্ধেক এজেন্ট পাবে।

কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি জারি করা নির্দেশনায় জানিয়েছে, আর্থিক অন্তর্ভুক্তি ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি নারীবান্ধব ব্যাংকিং পরিবেশ গড়ে তোলার প্রয়োজন রয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে নারী গ্রাহকের অংশগ্রহণ দিন দিন বাড়লেও, নারী এজেন্টের সংখ্যা এখনও উল্লেখযোগ্য হারে বাড়েনি। তাই এজেন্ট ব্যাংকিংয়ের ৫০ শতাংশ নারীদের দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে নারী উদ্যোক্তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অন্যদিকে অর্থনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস শেষে সারাদেশে ২১ হাজার ৪৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ১৯টি গ্রামে এবং ৩ হাজার ২৪টি শহরে। একই সময়ে মোট এজেন্টের সংখ্যা ছিল ১৫ হাজার ৮৬০ জন, যার মধ্যে ১৩ হাজার ৩৫৯ জন গ্রামীণ এলাকার এবং ২ হাজার ৫০১ জন শহরাঞ্চলে। এ পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা ২ কোটি ৪৪ লাখ ছাড়িয়েছে। এছাড়া এজেন্ট ব্যাংকের আমানতের পরিমাণ ৪১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং নীতিমালা প্রণয়ন করে। এরপর থেকে দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত লাভ করে।

ঢাকা/এনএফ/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়