জাম্বিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদলের ওয়ালটন কারখানা পরিদর্শন

গাজীপুরের চন্দ্রায় দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং প্রযুক্তিপণ্য উৎপাদন প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন জাম্বিয়ার উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল।
মঙ্গলবার (১৩ মে) জাম্বিয়ান কমার্স, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ক্রুসিভিয়া সি. হিসিকুম্বা’র নেতৃত্বে ১২ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল ওয়ালটন কারখানা পরিদর্শনে আসেন। প্রতিনিধিদলের মধ্যে ছিলেন দিল্লিস্থ জাম্বিয়ান রাষ্ট্রদূত পার্সি প্যাটসন চান্দাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যরা।
অতিথিরা কারখানায় পৌঁছানোর পর তাদেরকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি হেডকোয়ার্টার্সের অ্যাডমিন বিভাগের প্রধান মেজর (অব.) জাহিদুল হাসান, ডেপুটি অব এ.এম.ডি নাজমুস সায়াদাত ও গ্লোবাল বিজনেস প্রতিনিধি আবু সালেহ মো. কায়সার প্রমুখ।
এরপর ফ্যাক্টরির কনফারেন্স রুমে অতিথিদের উদ্ধেশ্যে স্বাগত বক্তব্য দেন হেডকোয়ার্টার্সের অ্যাডমিন বিভাগের প্রধান মেজর (অব.) জাহিদুল হাসান।
পরে অতিথিরা ওয়ালটনের ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। পরবর্তীতে অতিথিরা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ ওয়ালটনের রেফ্রিজারেটর এবং মোল্ড অ্যান্ড ডাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস ও কারখানার আউটসাইড এরিয়া পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জাম্বিয়ান কমার্স, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ক্রুসিভিয়া বলেন, “ওয়ালটনের সুবিশাল অত্যাধুনিক প্রযুক্তির ম্যানুফ্যাকচারিং প্লান্টস দেখে আমরা অভিভূত।আজকের এই ভিজিটের মাধ্যমে জাম্বিয়া ও বাংলাদেশ তথা ওয়ালটনের সাথে বাণিজ্য সম্প্রসারণের পারস্পরিক দ্বার উন্মোচন হলো। এটি শেষ নয় বরং নতুন সম্পর্ক ও বাণিজ্য সম্ভাবনা শুরু হলো।”
ওয়ালটন কারখানা পরিদর্শনের জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী।
ঢাকা/পলাশ/সাইফ