ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে ‘নগদ’, বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১৭ মে ২০২৫  
ফের দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে ‘নগদ’, বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ ফের দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পরিস্থিতিতে অবৈধভাবে ই-মানি তৈরি এবং অর্থ জালিয়াতির আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

আরো পড়ুন:

তিনি বলেন, জনগণের টাকার নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিল। আদালতের আদেশের কারণে দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, জনগণের স্বার্থে বাংলাদেশ ব্যাংক আবার দায়িত্ব ফিরে পাবে।”

তিনি জানান, আদালতের রায়ে যারা আগে যারা আর্থিক অনিয়মে জড়িত ছিলেন, তারা আবার প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক আশঙ্কা করছে, আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত নগদে বড় ধরনের আর্থিক অনিয়ম ঘটতে পারে। আগামী ১৯ মে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে প্রতিষ্ঠানটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। পরবর্তী করণীয় এবং নিয়ন্ত্রণ সম্পর্কে স্পষ্টভাবে জানা যাবে।”

গত ১৫ মে হাইকোর্ট নগদে প্রশাসক নিয়োগ স্থগিত করে। ফলে নতুন করে নগদের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মীদের বিভাগ পরিবর্তন করা শুরু করেছে তারা। গত দুই দিনে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন্সিক অডিটের সহায়তা করার অপরাধে ২৩ জন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রশাসকের দায়িত্বে থাকাকালীন কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে উঠে আসে ২ হাজার ৩৫৬ কোটি টাকার অনিয়ম। ওই সময়ে ভুয়া এজেন্ট ও পরিবেশক দেখিয়ে অতিরিক্ত ই-মানি তৈরি এবং সরকারি ভাতা বিতরণে অনিয়মের প্রমাণ মেলে। এই জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংক ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান মহাপরিচালক, নগদের সাবেক চেয়ারম্যান, সাবেক সিইওসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

ঢাকা/এনএফ/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়