ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৯ মে ২০২৫  
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রয়াত উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহীর কোম্পানিতে ধারণকৃত সকল শেয়ার তার নমিনিদের মধ্যে হস্তান্তর করে দেয়া হয়েছে।

সোমবার (১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা কোম্পানিটির মোট ৬৫ লাখ ২০ হাজার ২৩৬টি শেয়ারের মধ্যে তার ছেলে সৈয়দ নাসিম মনজুরকে (কোম্পানিটির পরিচালক) ৩২ লাখ ৬০ হাজার ১১৮টি এবং মেয়ে মুনিজে মনজুরকে (সাধারণ শেয়ারহোল্ডার) ৩২ লাখ ৬০ হাজার ১১৮টি শেয়ার সমানভাবে হস্তান্তর করা হয়েছে।

পুঁজিবাজারে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তালিকাভুক্ত হয় ২০০১ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৫.৬২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৭.৩১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭.০৭ শতাংশ শেয়ার রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। 

ঢাকা/এনটি/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়