ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদেশে ভাষাশিক্ষা কোর্সে অর্থ পাঠাতে নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৩ মে ২০২৫   আপডেট: ১৩:৫৯, ২৩ মে ২০২৫
বিদেশে ভাষাশিক্ষা কোর্সে অর্থ পাঠাতে নতুন নির্দেশনা

বিদেশে ভাষাশিক্ষা কোর্সে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অর্থ পাঠানোর নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব কোর্সের ফি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই পাঠাতে পারবে ব্যাংকগুলো।

বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বীকৃত বিদেশি প্রতিষ্ঠানে ভাষাশিক্ষা কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীরা নির্ধারিত নথিপত্র উপস্থাপন সাপেক্ষে অনুমোদিত ব্যাংকের মাধ্যমেই সরাসরি প্রয়োজনীয় অর্থ পাঠাতে পারবেন। আগে শুধু ব্যাচেলর বা উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে এই সুবিধা থাকলেও এখন ভাষা শিক্ষাকেও এই কাঠামোর আওতায় আনা হলো।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপ সময়োপযোগী। বৈধ উপায়ে অর্থ পাঠানোর সুযোগ সহজ হওয়ায় এখন আরও বেশি শিক্ষার্থী স্বল্প খরচে বিদেশে নিজ উদ্যোগে পড়তে যেতে পারবেন। যা দেশের রেমিট্যান্স আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

তারা বলছেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের কিছু দেশে ভাষা দক্ষতা থাকলে শিক্ষার্থীরা সহজে চাকরি ও উচ্চশিক্ষার সুযোগ পায়। নতুন নির্দেশনার ফলে রিক্রুটিং এজেন্সির ওপর নির্ভরতা কমে সরাসরি বিদেশে যাওয়ার পথ খুলবে।

ঢাকা/এনএফ//

সর্বশেষ

পাঠকপ্রিয়