ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেভয়ের নতুন চমক: সেভয় ডিস্‌কোন আইসক্রিম 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২৩ মে ২০২৫  
সেভয়ের নতুন চমক: সেভয় ডিস্‌কোন আইসক্রিম 

দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় বাজারে এনেছে সেভয় ডিস্‌কোন আইসক্রিম। নতুন এই আইসক্রিম শুধু একটি সাধারণ কোন আইসক্রিম নয়, বরং স্বাদ টেক্সচার এবং স্টাইলে একদম নতুন অভিজ্ঞতা এনে দেবে গ্রাহককে।   

সেভয় ডিস্‌কোন আইসক্রিমের উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এর উপরে থাকা রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রানচি হানিকম্ব, প্রিমিয়াম কফি আইসক্রিম, আর এর ভেতরে থাকা হট চকলেট ফাজ। আর এই পুরোটাই পরিবেশন করা হয়েছে একেবারে মচমচে চকলেট ওয়েফার কোনে। প্রতিটা স্তরে আছে স্বাদের ভিন্নতা আর মজাদার টেক্সচার।

সেভয় জানিয়েছে, তারা এই পণ্যটি বাজারে এনেছে তরুণ প্রজন্মের কথা ভেবে। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়