ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারিগরি শিক্ষার গুরুত্ব ও বিটিআইয়ের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২৮ মে ২০২৫   আপডেট: ১৮:৪৭, ২৮ মে ২০২৫
কারিগরি শিক্ষার গুরুত্ব ও বিটিআইয়ের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং কারিগরি শিক্ষার প্রসারে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের (বিটিআই) ভূমিকা শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর (অব.) মো. মহসিনুল করিম, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র জিএম এ কে এম নওশেরুল আলম এবং বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী মো. শওকত-উল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা।

বিশেষ অতিথি মেজর (অব.) মো. মহসিনুল করিম বলেন, ‘‘বসুন্ধরা গ্রুপ সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। বিটিআই এর একটি সফল উদাহরণ, যা দেশব্যাপী দক্ষ জনবল তৈরি করছে।’’

তিনি আরো বলেন, ‘‘কেরানীগঞ্জ এলাকায় কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে অত্র এলাকার জীবনমান উন্নয়নে বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট অংশিজন হতে চায়। এই বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করছি।’’

সেমিনারে বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ কাজী মো. শওকত-উল ইসলাম বলেন, ‘‘বিটিআই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলছে, যারা পরে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পখাতে কর্মসংস্থান পাচ্ছে।’’

এ কে এম নওশেরুল আলম বলেন, ‘‘বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে যদি দক্ষতায় রূপান্তর করা না যায়, তবে তা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। কারিগরি শিক্ষার মাধ্যমে এই তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আমরা একটি উৎপাদনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারি।’’

সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন মোল্লা বলেন, ‘‘কারিগরি শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সহজেই স্বাবলম্বী হতে পারে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতেও বড় ধরনের অবদান রাখা সম্ভব।’’

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়