ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি
পবিত্র ঈদুল আজহার ছুটিতে তিন দিন (৫, ১১ ও ১২ জুন) ব্যাংক খোলা থাকবে। এ সময় নতুন সূচিতে চলবে ব্যাংকের চেক ক্লিয়ারিং হাউজ।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, ৫, ১১ ও ১২ জুন বাংলাদেশ ব্যাংকের অটোমেটেড ক্লিয়ারিং হাউজের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য তা বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ১টার মধ্যে নিষ্পত্তি হবে।
রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) ক্লিয়ারিংয়ের জন্য দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর আড়াইটার মধ্যে।
তবে, উল্লিখিত দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে। আরটিজিএসের মাধ্যমে গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন ১০টা থেকে বেলা সোয়া ২টা পর্যন্ত চলবে।
ঢাকা/এনএফ/রফিক