ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরো আড়াই মাস বন্ধ থাকবে সাফকো স্পিনিংয়ের উৎপাদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২ জুন ২০২৫  
আরো আড়াই মাস বন্ধ থাকবে সাফকো স্পিনিংয়ের উৎপাদন

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কারখানার উৎপাদন কার্যক্রম গত বছরের ১২ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। কোম্পানিটির উৎপাদন কার্যক্রম আরো আড়াই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সোমবার (২ জুন) ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্যমতে, আগামী ১৬ আগস্ট পর্যন্ত সাফকো স্পিনিংয়ের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪ থেকে ১৪ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার বন্ধ রয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, দেশের বস্ত্রখাতের আর্থিক অবস্থায় বিদ্যমান অস্থিরতা, উদ্বেগ এবং স্থানীয় বাজারে কাঁচামালের উচ্চ মূল্যের কারণে কর্তৃপক্ষ কারখানার উৎপাদন আরো আড়াই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি সাফকো কর্তৃপক্ষ ডিএসইকে জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ ২ মাসের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই বছরের জুন মাসে কোম্পানিটি জানিয়েছিল, ১ জুলাই তারা ফের উৎপাদন শুরু করবে। তবে বাস্তবে সেটি হয়নি। এর মধ্যে ডিএসইর একটি পরিদর্শক টিম কারখানা পরিদর্শন করে সেটি বন্ধ পেয়েছে। এ তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ ও প্রচার করা হয়েছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়