ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ দিন পর খুলল ব্যাংক-বীমা, চলছে লেনদেন  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১৫ জুন ২০২৫   আপডেট: ১৩:১৪, ১৫ জুন ২০২৫
১০ দিন পর খুলল ব্যাংক-বীমা, চলছে লেনদেন  

কোরবানির ঈদের ১০ দিনের ছুটি শেষে আজ খুলেছে ব্যাংক-বীমা ও শেয়ারবাজার। চলছে লেনদেন। 

রবিবার (১৫ জুন) সকাল থেকেই ঢাকার মতিঝিল, গুলশানসহ বিভিন্ন এলাকায় গ্রাহকদের ভিড় দেখা গেছে।

ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়েছে সকাল ১০টা থে‌কে, যা চলবে বিকাল সা‌ড়ে ৩টা পর্যন্ত। 

এদিকে, বিমা কোম্পানিগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থে‌কে বিকাল ৫টা পর্যন্ত। এছাড়া, শেয়াবাজারে লেনদেন আগের নিয়মেই চলবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয় সকাল ১০টায়, চলবে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এবার কোরবানি ঈদে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। সরকার ঈদের ছুটির সঙ্গে জুনের ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে এবং পরের ২ দিন অর্থাৎ ১৩ ও ১৪ জুন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্ধ ছিল সরকারি সব অফিস। 

ঢাকা/এনএফ/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়