ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাংকের পর্ষদ-পরিচালকদের দায়িত্ব নিয়ে নতুন নীতিমালা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৫৩, ৪ আগস্ট ২০২৫
ব্যাংকের পর্ষদ-পরিচালকদের দায়িত্ব নিয়ে নতুন নীতিমালা

ফাইল ফটো

ব্যাংকের পর্ষদের গঠন এবং পরিচালকদের দায়িত্ব সম্পর্কিত নীতিমালায় কিছু বিষয় সংযোগ করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় কোনো সদস্য নোট অব ডিসেন্ট দিলে তা কার্যবিবরণীতে লিপিবদ্ধ রাখতে হবে।

আরো পড়ুন:

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত বিষয়ে নির্দেশনা জারি করেছে।

আগের সার্কুলারের মাধ্যমে ব্যাংক কোম্পানীর পরিচালনা পর্ষদ ও পরিচালনা পর্ষদের সহায়ক কমিটির সভা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়। সে অনুযায়ী, পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় উপস্থাপিত কোনো বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হলে তা কার্যবিবরণীতে লিপিবদ্ধ করতে হবে। কিন্তু ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে উক্ত নির্দেশনা পরিপালন করছে না বলে লক্ষ্য করা গেছে।

এছাড়া অনেক ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় উপস্থাপিত কোনো বিষয় বা এজেন্ডার উপর সভায় যে আলোচনা সংঘটিত হয় এবং পরিচালকরাসহ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক যে সব মতামত প্রদান করে, তা সভার কার্যবিবরণীতে যথাযথভাবে প্রতিফলিত হয় না। ফলে পরিচালনা পর্ষদের সদস্যদের পর্ষদ ও সহায়ক কমিটির সভায় কার্যকরভাবে অংশগ্রহণ ও অবদান রাখার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয় না।

এ পরিপ্রেক্ষিতে, ব্যাংক-কোম্পানীর পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় পরিচালনা পর্ষদের সদস্যদের কার্যকরভাবে অংশগ্রহণ ও অবদান রাখার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা অনুসরণের জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় উপস্থাপিত কোনো বিষয় বা এজেন্ডার উপর উক্ত সভায় সংঘটিত আলোচনা এবং কোনো পরিচালকের দ্বিমতসূচক বা ব্যতিক্রমী মতামত বা পর্যবেক্ষণ থাকলে তা সভার কার্যবিবরণীতে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে; সভায় আলোচিত পরিচালনা পর্ষদ বা সহায়ক কমিটির সকল পর্যবেক্ষণ বা সুপারিশ কার্যবিবরণীতে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে; সভায় উপস্থাপিত কোনো বিষয় বা এজেন্ডার উপর কোনো পরিচালক বা পরিচালকদের ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হলে তা সভার কার্যবিবরণীতে সবিস্তারে লিপিবদ্ধ করতে হবে; ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের কোনো পর্যবেক্ষক থাকলে, সভায় উপস্থাপিত কোনো বিষয় এজেন্ডার উপর বাংলাদেশ ব্যাংকের উক্ত পর্যবেক্ষকের দেওয়া মতামত বা পর্যবেক্ষণ সভার কার্যবিবরণীতে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে।

আগে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/নাজমুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়