শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ আগস্ট) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একই সঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৩.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪০৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.৫০ পয়েন্ট কমে ১ হাজার ১৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.৮১ পয়েন্ট কমে ২ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত আছে ৫১টির।
এ দিন ডিএসইতে মোট ৭০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১০৭.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩১৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬২.২২ পয়েন্ট কমে ১৫ হাজার ১৯৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৮.৩৬ পয়েন্ট কমে ৯৫৬.২৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৭৫.৬৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৩৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৭টি কোম্পানির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।
সিএসইতে ২৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/বকুল