ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়ায় বিদ্যালয়ের কর্মচারীকে হত্যার অভিযোগে থানা ঘেরাও 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২২ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:১২, ২২ আগস্ট ২০২৫
চকরিয়ায় বিদ্যালয়ের কর্মচারীকে হত্যার অভিযোগে থানা ঘেরাও 

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে বিদ্যালয়ের কর্মচারী দুর্জয় চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে থানা ঘেরাও করেছেন স্থানীয়রা। 

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চকরিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানমকে দায়ী করে তার বিচার দাবি করেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, নগদ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকের দায়ের করা মামলার সূত্র ধরে দুর্জয়কে থানায় নেওয়া হয়। থানা হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

তারা প্রশ্ন তোলেন, থানার ভেতর একজন হাজতি কীভাবে আত্মহত্যা করতে পারে?

বিক্ষোভকারীরা দ্রুত এ ঘটনার তদন্ত দাবি করেছেন। থানা হেফাজতে দুর্জয়ের মৃত্যুর পেছনে কারা জড়িত, তা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।

অন্যদিকে, পুলিশ দাবি করেছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত থেকে শুক্রবার (২২ আগস্ট) ভোরের মধ্যে থানা হাজতে শার্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন দুর্জয় চৌধুরী। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়