ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ১ সেপ্টেম্বর ২০২৫  
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন ৪ জন কর্মকর্তা।

রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ এর পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ আদেশে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া ৪ কর্মকর্তা হলেন- ব্যাংক পরিদর্শন বিভাগ–৩ এর পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, গভর্নর অফিসের পরিচালক মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের মো. সালাহ উদ্দীন।

বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি নীতিমালা-২০২২ এর বিধান অনুযায়ী শূন্য পদে এই পদোন্নতি কার্যকর হবে। পদোন্নতি পাওয়া নির্বাহী পরিচালকদের দপ্তর শিগগির বণ্টন করে দেওয়া হবে বলে আদেশে বলা হয়েছে।

ঢাকা/নাজমুল/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়