কারণ ছাড়াই বাড়ছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারদর
কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য আবারো জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ৩১ আগস্ট (রবিবার) কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
প্রসঙ্গত, ইনফরমেশন সার্ভিসেসের গত ৭ আগস্ট শেয়ার দর ছিল ৪২.২০ টাকায়। যা ৩১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১০৪.৬০ টাকায়। অর্থাৎ এই কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬২.৪০ টাকা বা ১৪৭.৮৭ শতাংশ। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ঢাকা/এনটি/মাসুদ