ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। এর মধ্যে ডিএসইতে লেনদেন ১ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৬৭ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৯৬ পয়েন্ট কমে ২ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৯২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭.০১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬০৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৩২ পয়েন্ট বেড়ে ৯৮৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭৬.২২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৫৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।
সিএসইতে ২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক