একীভূতকরণে সম্মতি দিল গ্লোবাল ইসলামীসহ অধিকাংশ ব্যাংক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সংকটে থাকা দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ধারাহিকতায় সংকটে থাকা ব্যাংকগুলোর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন গভর্নর আহসান এইচ. মনসুর।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গ্লোবাল ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে গভর্নর। বৈঠকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তারা একীভূতকরণের পক্ষে সম্মতি জানিয়েছে।
বৈঠক শেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেন, “আমরা একীভূতকরণে সম্মতি জানিয়েছি। কারণ গ্লোবাল ইসলামী ব্যাংকের বর্তমান ঋণ স্থিতি প্রায় ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে ১২ হাজার কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ। এসব ঋণ সবই খেলাপিতে পরিণত হয়েছে।”
এদিকে, সোস্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক চলমান রয়েছে। এছাড়া গতকাল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক বৈঠক করে। এর মধ্যে ইউনিয়ন ব্যাংক একীভূতকরণের পক্ষে সম্মতি জানায়। তবে এক্সিম ব্যাংক একীভূতকরণে না গিয়ে তারা নিজেরা সক্ষমতা বাড়াতে সময় চেয়েছে। বৈঠকে এক্সিম ব্যাংক তাদের সক্ষমতা বাড়ানোর একটি পরিকল্পনার খসড়া কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থাপন করে। পরিকল্পনাটি আরো সুস্পষ্ট ও বিশদভাবে উপস্থাপন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে তারা কেন্দ্রীয় ব্যাংকের নিকট সুস্পষ্ট ও বিশদ বর্ণনাসহ পরিকল্পনা জমা দেবে।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, “আমরা আমাদের সক্ষমতা আরো বাড়ানোর বিষয়ে একটি রোডম্যাপ উপস্থাপন করেছি। বাংলাদেশ ব্যাংক আমাদের আরো স্পষ্ট ও বিস্তারিতভাবে তা দিতে বলেছে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে পরবর্তী বৈঠকে বিস্তারিত পরিকল্পনা জমা দেবে।”
এর আগে গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একীভূতকরণে সম্মতি জানিয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে আমাদের দ্বিমত নেই। আমানতকারীদের সুরক্ষার বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখবে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে এস আলম বেনামে ৩৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে। ব্যাংক থেকে নিজের নামে অর্থ নেওয়ার সুযোগ না থাকায় বেনামি ঋণ নেওয়া হয়েছে। বেনামি ঋণের টাকা আদায় না হওয়ায় ব্যাংক এতো বিপর্যয়ে পড়েছে।” সংকটে থাকা সোস্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক চলছে কেন্দ্রীয় ব্যাংকের।
সংকটে থাকা যেসব ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সেগুলোর মধ্যে রয়েছে-সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক।
ঢাকা/নাজমুল/সাইফ