ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশেষে স্বর্ণের দামে লাগাম, ভরিতে কমল ১৪৭০ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫
অবশেষে স্বর্ণের দামে লাগাম, ভরিতে কমল ১৪৭০ টাকা

দেশের বাজারে টানা কয়েক দফা স্বর্ণের দাম বাড়ানোর পর অবশেষে দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। এর আগে, গতকাল দাম বাড়ানোর পরে আজ প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায় কেনাবেচা হয়েছে। কমানো দাম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম কমানো হয়েছে।  

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমানো হলেও রুপা আগের দামে রয়েছে। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১৩৫ টাকা।

ঢাকা/নাজমুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়