ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে মার্সেলের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫
সিলেটে মার্সেলের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মার্সেলের মতবিনিময় সভায় ডিস্ট্রিবিউটরদের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের উদ্যোগে সিলেটে দিনব্যাপী ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি নগরীর দরগাহ গেইট এলাকায় একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগের ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মার্সেলের শতাধিক বিজনেস পার্টনার অংশ নেন।

আরো পড়ুন:

সম্মেলনে মার্সেল ব্র্যান্ডের প্রতি সিংহভাগ ক্রেতার আস্থা বজায় রাখা, পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদান, বাজার গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সময়োপযোগী বিপণন কৌশল প্রণয়ন ইত্যাদি বিষয়ে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও পরামর্শ দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটররা ব্যবসা পরিচালনায় তাদের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো মার্সেল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। পাশাপাশি ব্যবসায়িক নানা দিক নিয়ে আলোচনা করেন এবং মার্সেল পণ্য সম্পর্কে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটরদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “বর্তমানে ডলারের দাম অত্যধিক হারে বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য বহু চ্যালেঞ্জ সামাল দিচ্ছে দেশের ইলেকট্রনিক্স শিল্প। এসব সামলে ঘুরে দাঁড়িয়েছি আমরা। সামনে অবারিত সুযোগ আসছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। সেজন্য ডিস্ট্রিবিউটরদের ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখতে হবে।”

মার্সেলের মতবিনিময় সভার একাংশ।


মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান বলেন, “দেশেই নিজস্ব প্রোডাকশন প্ল্যান্টে বিশ্বমানের পণ্য উৎপাদন করছে মার্সেল। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে মার্সেল। দেশের সব নিয়ম-কানুন মেনে ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের জিডিপি, কর্মসংস্থান, রপ্তানি ও অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে প্রতিষ্ঠানটি। আপনাদের (ডিস্ট্রিবিউটর) সহযোগিতায় এবং দেশীয় ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় মার্সেল আজ দেশের জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। আপনাদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত মার্সেল কর্তৃপক্ষ।”

মার্সেল (নর্থ) এর হেড অব সেলস মো. কুদরত-ই খুদা (সফওয়ান) এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেল এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক এবং টিভির সিবিও এম এম সৌরভ আক্তার প্রমুখ।

ঢাকা/মাহফুজ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়