ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ওয়েবিনার

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৫৪, ৩ ডিসেম্বর ২০২৫
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ওয়েবিনার

উচ্চ শিক্ষায় ইতিবাচক পরিবর্তন ও শিক্ষকদের পেশাদারিত্বের মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে সম্প্রতি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) আয়োজনে ওয়েবিনার করা হয়েছে। একাডেমিক মানোন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত গুরুত্বপূর্ণ সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মুস্তাফা।

ওয়েবিনারে তিনি আধুনিক শিক্ষণ পদ্ধতি, ছাত্র–শিক্ষক যোগাযোগের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষাদান এবং কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

আহমেদ মুস্তাফা বলেন, শিক্ষকরা নিজেরা অন্যকে তৈরী করার দায়িত্ব নেন। দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। 

তিনি অ্যাকটিভ লার্নিং, গবেষণাভিত্তিক শিক্ষাদান, ক্লাসরুম এনগেজমেন্ট, শিক্ষার্থীর আচরণ বিশ্লেষণ এবং কার্যকর মূল্যায়ন–সংক্রান্ত কয়েকটি উপযোগী কৌশল তুলে ধরেন। 

আইএসইউর ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ও শিক্ষকরা ওয়েবিনারে অংশ নেন। 

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়