ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনলাইনে ভ্যাটের কার্যক্রম চলবে ই-ভ্যাট সিস্টেমে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৩ ডিসেম্বর ২০২৫  
অনলাইনে ভ্যাটের কার্যক্রম চলবে ই-ভ্যাট সিস্টেমে

ছবি সংগৃহীত

ভ্যাট সংক্রান্ত অনলাইনভিত্তিক সব কার্যক্রম চলে আইভাস সিস্টেমে। এখন থেকে নতুন প্ল্যাটফর্ম ই-ভ্যাট সিস্টেমে চলবে অনলাইনে ভ্যাট কার্যক্রম। এমনটিই জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, আইবাস প্লাস প্লাস ও আইভাস নাম দুটি উচ্চারণে মিলে যাওয়ার কারণে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়। আর এই জটিলতা নিরসনে বর্তমানে ভ্যাট সংক্রান্ত অনলাইনভিত্তিক সব কার্যক্রম আইভাস সিস্টেমের নাম পরিবর্তিত করা হয়েছে। আর এর নতুন নামকরণ করা হয়েছে ইভ্যাট সিস্টেম। এই ইভ্যাট সিস্টেমেই অনলাইনে ভ্যাটের সব ধরনের কার্যক্রম চলবে। অর্থাৎ আইভাস সিস্টেমের সব কার্যক্রম ইভ্যাট সিস্টেমের নামে হবে।

আরো পড়ুন:

অনলাইনভিত্তিক ইভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত বেশ কিছু কাজ করা হয়। সেগুলো হচ্ছে- ভ্যাট সংক্রান্ত অনলাইনভিত্তিক নিবন্ধন, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, এ চালান ও ই পেমেন্ট ভিত্তিক কাজ, রাজস্ব আদায়ে ভ্যাট সংক্রান্ত উপকরণ মূসক ৪.৩ এ দাখিল এবং পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েলটাইম ভ্যাট আদায় কার্যক্রম।

অনলাইনভিত্তিক ভ্যাট সংক্রান্ত সব কার্যক্রম ইভ্যাট সিস্টেমের মাধ্যমে করার লক্ষ্যে এ সিস্টেমটির অধিকতর ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঢাকা/নাজমুল/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়