ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে শাহজালাল ইসলামী ব্যাংক বন্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া বন্ড খাতে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক (এসজেআইবিএল) মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে বন্ডটির ইউনিটের দর বেড়েছে ৫৪.৫৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে বন্ডটির ইউনিটের সমাপনী মূল্য ছিল ৪ হাজার ৪০০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে বন্ডটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৮০০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রহিম টেক্সটেইলের ১৮.৯৬ শতাংশ, রহিমা ফুডের ১৬.০৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৪.৫৫ শতাংশ, অ্যাপেক্স ফুডের ১৩.২৯ শতাংশ, বাংলাদেশ ওয়েল্ডিংয়ের ১২.১২ শতাংশ, বে-লিজিংয়ের ১০.৩৪ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ১০.৩১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯.৩৮ শতাংশ ও জেনারেশন নেক্সটের ৯.০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/ইভা