ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানে ওষুধ রপ্তানির নতুন কার্যাদেশ পেল আল-মদিনা ফার্মা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২০ জানুয়ারি ২০২৬  
আফগানিস্তানে ওষুধ রপ্তানির নতুন কার্যাদেশ পেল আল-মদিনা ফার্মা

ফাইল ফটো

আফগানিস্তানের কোম্পানি হেজাজ লিমিটেডের কাছ থেকে আবারো ওষুধ রপ্তানির কার্যাদেশ পেয়েছে পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, আল মদিনা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের কোম্পানি হেজাজ লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি রপ্তানি আদেশ পেয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে আল-মদিনা ফার্মাসিউটিক্যালসকে ৭৬ হাজার ১৪২.৬৮ মার্কিন ডলার মূল্যের একটি আদেশটি গ্রহণ করা হয়েছে।

এ আদেশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির রপ্তানি কার্যক্রম আরো সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন এই চুক্তি প্রতিষ্ঠানটির বৈদেশিক মুদ্রা আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা করা হচ্ছে।

এর আগেও আল-মদিনা ফার্মাসিউটিক্যালস হেজাজ লিমিটেডে থেকে ১ লাখ ২৩ হাজার ২১৮ ডলারের পণ্য রপ্তানির কার্যাদেশ পেয়েছে।

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২৩ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২০ কোটি ৪০ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৪০ লাখ। এর মধ্যে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকেদের হাতে ৬৯.৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.৪৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৪.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়