ঢাকার ‘ঝামেলায়’ কবীর সুমন, থাকছেন আসিফও
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবর
প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় যুক্ত হলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। তবে সিনেমাটির গানে কণ্ঠ দেবেন না, বরং গান লেখা ও সুর করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন বরেণ্য এই শিল্পী। তার লেখা ও সুরে তৈরি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
কবীর সুমন ও আসিফ আকবরের সংগীত-রসায়ন নতুন নয়। এর আগেও এই দুই শিল্পী একসঙ্গে বেশ কয়েকটি গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় চলচ্চিত্রের গানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন।
পারিবারিক গল্পে নির্মিত ‘ঝামেলা’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করছেন ইয়ামিন ইলান। সিনেমাটিতে মোট ছয়টি গান থাকছে। এর মধ্যে তিনটি গান কবীর সুমনের লেখা ও সুর করা। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা ও আজমির বাবু। কবীর সুমনের লেখা ও সুর করা তিনটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।
এখানেই শেষ নয়, সিনেমাটির সবকটি গানই আসিফ আকবরের একক কণ্ঠে শোনা যাবে। এর আগেও তিনি ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গানে একাই কণ্ঠ দিয়েছিলেন।
‘ঝামেলা’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, ইকবাল হোসেইন, দিয়া রইস, সাইফুর রহমান ইভান, রেজমিন সেতু, ফয়সাল বাপ্পী, ফারহানা ইয়াসমিন ইভা, জান্নাহ ও আদৃতা (শিশুশিল্পী), নাজনীন শবনম, ইসরাত রহমান, শাহেদ ওসমান রোমেল, রেশমা আহমেদ প্রমুখ।
‘ঝামেলা’ সিনেমাটি নির্মিত হচ্ছে দিয়া প্রোডাকশনসের ব্যানারে। প্রযোজনা করছেন দিয়া রইস।
ঢাকা/রাহাত/শান্ত