পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড উত্তোলন সম্পন্ন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকায় অবস্থিত পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে লেনদেনের সমাপনী অনুষ্ঠান হয়।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে। এটি পূবালী ব্যাংকের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের চতুর্থ সফল মাইলফলক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এই গুরুত্বপূর্ণ লেনদেনের সমাপনী অনুষ্ঠান ঢাকায় অবস্থিত পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড উক্ত বন্ড ইস্যুর অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করে। এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ পূবালী ব্যাংকের টায়ার–টু মূলধন ভিত্তি আরো শক্তিশালী করতে সহায়তা করবে। এর ফলে ব্যাংকটি তার ঋণ কার্যক্রম সম্প্রসারণ, বৃহত্তর গ্রাহকগোষ্ঠীকে সেবা প্রদান এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, এ ধরনের আর্থিক লেনদেন দেশের ব্যাংকিং ও পুঁজিবাজারের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/এনটি/বকুল