প্লাস্টিক পণ্যের রপ্তানি বাড়াতে নানা উদ্যোগ
শ্যামল কান্তি নাগ || রাইজিংবিডি.কম
প্লাস্টিক পণ্য
শ্যামল কান্তি নাগ : প্লাস্টিক পণ্যের রপ্তানি বাড়াতে ভিন্ন কৌশল নিচ্ছে বাংলাদেশ প্লাস্টিক গুডস্ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।
এ জন্য শুধু পণ্যমেলা নয় পাশাপাশি দ্বিপাক্ষিক কূটনৈতিক তৎপরতা বাড়ানো হচ্ছে। এছাড়া ওই কৌশলে যোগ হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক সংগঠনগুলোতে রফতানির জন্য আবেদন করা।
সংশ্লিষ্টরা বলেছেন, ধীরে ধীরে বেড়ে ওঠা প্লাস্টিক শিল্প দেশের চাহিদা মিটিয়ে একটি অন্যতম রফতানি খাতে পরিণত হচ্ছে। যে কারণে রফতানি বাজার সম্প্রসারণে মাল্টিপল পদক্ষেপ নিতে হচ্ছে বিপিজিএমইএ’কে।
মঙ্গলবার সন্ধ্যায় রফতানি বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ার বানিজ্য, শিল্প, আঞ্চলিক সমন্বয় ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আব্দুলাইয়ে জুবের সঙ্গে বৈঠক করেছেন বিপিজিএমইএ’র কর্মকর্তারা। লেকশোর হোটেলের ওই বৈঠকে গাম্বিয়ায় যাতে প্লাস্টিক পণ্যের রপতানি বাড়ানো যায় সেই বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে ।
বিপিজিএমইএ’র সভাপতি জসিম উদ্দিন বলেছেন, তারা গাম্বিয়ায় রফতানি বাড়াতে চেষ্টা করছেন। গাম্বিয়ায় উল্লেখযোগ্য পরিমান রফতানি নেই প্লাস্টিক পণ্যের, তবে সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, আগামী জানুয়ারির ২৭ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্লাস্টিক পণ্যমেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় বিশ্বের বেশ কয়েকটি দেশ অংশ নেবে। রফতানি বাড়ানো এই মেলা আয়োজনের লক্ষ্য।
এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন বিমসটেক, সাপটা, আসিয়ানের সদস্য দেশগুলোতে যাতে প্লাস্টিক পণ্যের রফতানি বাড়ে সেই লক্ষ্যে তারা ওই দেশগুলোর বাণিজ্যিক সংগঠনগুলোকে ফের চিঠি দিবেন।
একই সঙ্গে সরকারি পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্যক আলোচনায়ও যাতে রফতানি পণ্যে প্লাস্টিক অগ্রাধিকার পায় সে জন্য বাণিজ্যমন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিপিজিএমইএ।
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দেশগুলোর মধ্যে ভারতে উল্লেখযোগ্য পরিমান প্লাস্টিক রফতানি হয়। কিন্তু নেপাল , ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলংকায় ততটা বাড়েনি প্লাস্টিক পণ্য রফতানি। এই দেশগুলোতে রফতানি বাড়াতে চেষ্টা চালাচ্ছে এ সংগঠন।
বিপিজিএমইএ’র তথ্য অনুসারে বাংলাদেশের প্লাস্টিক পণ্য বিশ্বের ২৩ দেশে রফতানি হয়। এই তালিকায় শীর্ষে আছে, আমেরিকা, চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, ফ্্রান্স, ইন্ডিয়া। কমপক্ষে ৩০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয় বিদেশে।
বাংলদেশ থেকে যে সব পণ্য বিদেশে রফতানি হয় বা রফতানি তালিকায় যে সব পণ্য প্রথম দিকে রয়েছে তার মধ্যে ১২তম পণ্য হচ্ছে প্লাস্টিক। রফতানি তালিকায় এখনো শীর্ষস্থান ধরে রেখেছে তৈরি পোশাক আর দ্বিতীয় স্থানে আছে মাছ।
আবাসিক ও অফিস আসবাব, হোম ডেকোরেটর, নিত্যপ্রয়োজনীয় কাজের সামগ্রী তৈরি হয় এমন ছোট বড় মাঝারি সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার প্লাস্টিক কারখানা আছে দেশে।
২০০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে এই পণ্যের। প্রতিবছর কমপক্ষে ২০ শতাংশ করে বাণিজ্য বাড়ছে। এই খাতে কাজ করে ১২ লাখ শ্রমজীবী মানুষ।
রাইজিংবিডি/২ ডিসেম্বর ২০১৪/নাগ/নওশের
রাইজিংবিডি.কম