ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেয়ারবাজার: এক ঘণ্টায় সূচক ১০০ পয়েন্টের বেশি পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১২:০৭, ২৫ অক্টোবর ২০২১
শেয়ারবাজার: এক ঘণ্টায় সূচক ১০০ পয়েন্টের বেশি পতন

শেয়ারবাজারে সোমবার (২৫ অক্টোবর) সূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরু থেকে পতন অব্যাহত রয়েছে।

বেলা সোয়া ১১টার আগেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্টের উপরে পতন হয়েছে। এতে সূচক ৬ হাজার পয়েন্টের কোটায় নেমে গেছে। এ সময় অন্যান্য সূচকেও পতন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত ২ সেপ্টেম্বর পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার পয়েন্টের ঘরে। এরপর ধারাবাহিকভাবে বেড়ে গত ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক সর্বোচ্চ রেকর্ড গড়েছে। ওইদিন ডিএসইএক্স ৭ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করেছিল। পরবর্তীতে বাজারে ফের বড় ওত্থান পতন হলেও সূচক ৭ হাজার পয়েন্টে নিচে নামেনি। তবে আজ সোমবার শেয়ারবাজারে বড় পতনের মধ্য দিয়ে সূচক ৬ হাজার পয়েন্টের নিচে নেমেছে। বেলা সোয়া ১১টায় ডিএসইএক্স ৬ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।

এদিকে, অন্যান্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪৬ পয়েন্ট কমে ২ হাজার ৬৫১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে বাজারে বেড়েছে ৪৫ টি কোম্পানির, কমেছে ৩০৩টি এবং অপরিবর্তিত ছিল ২৩টি কোম্পানির শেয়ার দর। বাজারে লেনদেন হয়েছে ৪৩৬ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচকের পতন হয়েছে। কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার।

বাজারে হঠাৎ পতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে। সূচক পতনের কারণে শেয়ার দর কমার আশঙ্কায় অনেক বিনিয়োগকারী তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করার চেষ্টা করছে।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়