ডিএসইতে লেনদেনের শীর্ষে ফাইন ফুডস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ জানুয়ারি) কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেড।
শনিবার (১৮ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ফাইন ফুডস লিমিটেডের গড়ে ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৩ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান বাদ্রার্সের গড়ে ১২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪১ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোনের গড়ে ১১ কোটি ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৩ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ২.৮৬ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ২.৮২ শতাংশ, আফতাব অটোর ২.৫৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ২.৫৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৪৯ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১.৮৭ শতাংশ ও ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ১.৭৬ শতাংশ লেনদেন হয়েছে।
ঢাকা/এনটি/রফিক