ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

মে থেকে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া কসমেটিকসের কারখানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২৬ জানুয়ারি ২০২৫  
মে থেকে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া কসমেটিকসের কারখানা

পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের (নিট কম্পোজিট ডিভিশন) কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংক হিসাবের অমিল, কাঁচামালের অভাব এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতা বিবেচনা করে কোম্পানি কর্তৃপক্ষ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। আগামী ১১ মে থেকে কারখানার সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে।

এছাড়া, কোম্পানির ডাইং ও ইউটিলিটি বিভাগের সব কার্যক্রম আগামী ২৫ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়