‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে কে অ্যান্ড কিউ

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এ কোম্পানিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির শর্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ করতে ব্যর্থ হওয়ায় কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডকে ঋণসুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে নিষেধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ঢাকা/এনটি/রফিক