ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএসসির ৬ কন্টেইনার জাহাজ কেনার অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
বিএসসির ৬ কন্টেইনার জাহাজ কেনার অনুমোদন

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ছয়টি কন্টেইনার জাহাজ (প্রতিটি ২,৫০০-৩,০০০ টিইইউ) কেনার পরিকল্পনার প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, এই জাহাজগুলো দক্ষিণ কোরিয়া থেকে প্রায় ৩৩ কোটি ৩ লাখ মার্কিন ডলার ব্যয়ে কেনা হবে। এই উদ্দেশে কোরিয়ার ইডিসিএফ এবং বিএসসির মধ্যে একটি ধারণাপত্র স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে ইডিসিএফ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করছে।

প্রকল্পটি কোরিয়ার ইডিসিএফের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন করা হবে। এছাড়া, ছয়টি কন্টেইনার জাহাজের প্রতিটি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টিইইউ আরেকটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা/এনটি/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়