সিটি ব্যাংকের এজিএমের তারিখ পরিবর্তন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

সিটি ব্যাংকের লোগো
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, ব্যাংকটির এজিএম আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগের সিদ্ধান্ত অনুসারে, ব্যাংকটির এজিএম ১৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কেন এজিএমের তারিখ পাল্টানো হচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ব্যাংকটির পক্ষ থেকে ‘অনিবার্য কারণ’ এর কথা বলা হয়েছে। তারিখ পেছানোর সিদ্ধান্ত হলেও এজিএমের সময় এবং ভেন্যু সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। এগুলো চূড়ান্ত হওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে তা বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।
তবে এজিএমের তারিখ পরিবর্তন হলেও রেকর্ড তারিখ অপরিবর্তিত থাকবে। গত ২৯ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় ২২ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়।
ঢাকা/এনটি/টিপু