ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে শাইনপুকুর সিরামিকস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৫ মে) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (১৭ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারের দাম কমেছে ২১.৯২ শতাংশ। এর আগের সপ্তাহে এ কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২১.৯০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৭.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ারের ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মাইডাস ফাইন্যান্সের ২০ শতাংশ, খুলনা পাওয়ারের ১৮.৭২ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ১৮.৭২ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ১৭.৩৪ শতাংশ, বিচ হ্যাচারির ১৭.২৯ শতাংশ, এনআরবি ব্যাংকের ১৬.০০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৫.৬৭ শতাংশ, প্রগ্রসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৯৯ শতাংশ ও বারাকা পাওয়ারের ১৪.৪০ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/রফিক