তিন কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (১৭ মে) সূচকের উত্থানে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
গত সপ্তাহে টানা তিন কার্যদিবসে সূচকের পতনের পর এদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। আজ ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
শনিবার পুঁজিবাজার বন্ধ থাকলে ঈদের ছুটির সমন্বয়ে আজ খোলা পুঁজিবাজার।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮২০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮.০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৭৭টি কোম্পানির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ৪০টির।
এদিন ডিএসইতে মোট ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪.৩৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮১ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৮৮ পয়েন্ট কমে ৮৬৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩.৭৫ পয়েন্ট কমে ১১ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৭টি কোম্পানির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।
সিএসইতে ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা