ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

শেয়ার কিনলেন ব্র্যাক ব্যাংকের মনোনীত পরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২০ মে ২০২৫   আপডেট: ১২:৪২, ২০ মে ২০২৫
শেয়ার কিনলেন ব্র্যাক ব্যাংকের মনোনীত পরিচালক

ব্র্যাক ব্যাংক লোগো

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির একজন মনোনীত পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (২০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্র্যাক ব্যাংক পিএলসির মনোনীত পরিচালক হলেন আসিফ সালেহ। তিনি কোম্পানিটির ৫০ হাজার শেয়ার ক্রয় করেছেন।

শেয়ার কেনার ঘোষণার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই মনোনীত পরিচালক ডিএসইর পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজার মূল্যে তা সম্পন্ন করেছেন। এর আগে গত ১৪ মে কোম্পানিটির এই মনোনীত পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

ঢাকা/এনটি/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়