ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২০ মে ২০২৫  
ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এদিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১১টি কোম্পানির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত আছে ৭৫টির।

এদিন ডিএসইতে মোট ২৯৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৭১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭.৯৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৭০ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩৩ পয়েন্ট বেড়ে ৮৫৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ০.১৫ পয়েন্ট কমে ১১ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত আছে ৪০টির।

সিএসইতে ৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়