তিন ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভার তারিখ নির্ধারণ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংক কর্তৃপক্ষ ২০২৪ সালের ব্যবসায় লভ্যাংশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে।
ব্যাংকগুলো হলো এনআরবিসি ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও এসবিএসি ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (২২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ২৮ মে এনআরবিসি ব্যাংক ও এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী ২৯ মে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় ব্যাংকগুলোর ২০২৪ সালের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ঢাকা/এনটি//