ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বার্জার পেইন্টসের রাইট অনুমোদন, জিপিএইচ ইস্পাতের বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২৮ মে ২০২৫  
বার্জার পেইন্টসের রাইট অনুমোদন, জিপিএইচ ইস্পাতের বাতিল

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে কমিশন।

মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব করেন।

সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভায় বার্জার পেইন্টস বাংলাদেশের ১:১ হারে (বিদ্যমান একটিটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার) রাইট শেয়ার ইস্যুর আবেদন অনুমোদন দেওয়া হয়। এই রাইট শেয়ারের মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১ হাজার ১১০ টাকায় (প্রিমিয়ামসহ) ইস্যু করা হবে। প্রাথমিকভাবে উদ্যোক্তা, পরিচালক এবং ৫ শতাংশ বা তার অধিক শেয়ারধারীরা রাইট শেয়ার গ্রহণ না করায় ইস্যুর আকার দাঁড়িয়েছে ৩০২ কোটি ৮২ লাখ টাকা। এই অর্থ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তৃতীয় কারখানা স্থাপন এবং রাইট ইস্যুর ব্যয় মেটাতে ব্যবহৃত হবে। আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড এই ইস্যুর ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে।

অন্যদিকে, জিপিএইচ ইস্পাতের ১:৩ হারে (বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার) মোট ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি শেয়ার ১৫ টাকা (৫ টাকা প্রিমিয়ামসহ) ইস্যু করে ২৪১৯ কোটি টাকা উত্তোলনের আবেদন ছিল। তবে, কমিশন সার্বিক দিক ও দাখিলকৃত দলিলপত্র সন্তোষজনক না হওয়ায় এই রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে।

ঢাকা/এনটি/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়