ঈদের ছুটি শেষে খুলেছে পুঁজিবাজার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের বন্ধ থাকার পর রবিবার (১৫ জুন) খুলেছে দেশের উভয় পুঁজিবাজার। এদিন সকাল ১০টা শুরু হওয়া লেনদেন চলবে দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঈদের আগে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে পুঁজিবাজার ১০ দিন বন্ধ থাকার ঘোষণা দেয় ডিএসই ও সিএসই। সে হিসেবে গত ৫ জুন থেকে শুরু হয়েছিল ঈদের ছুটি। সরকার ঈদের ছুটির সঙ্গে জুনের ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে এবং পরের ২ দিন অর্থাৎ ১৩ ও ১৪ জুন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল।
রবিবার পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়েছে। এ লেনদেন চলবে দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। এদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। এছাড়া, অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান রাইজিংবিডি ডটকমকে বলেন, “কোনো জটিলতা ছাড়াই স্বাভাবিক নিয়মে ডিএসইতে ঈদ পরবর্তী লেনদেন শুরু হয়েছে।”
ঢাকা/এনটি/ইভা