ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিগগিরই কমোডিটি এক্সচেঞ্জের মক ট্রেডিং শুরু : মেজবাহ উদ্দিন

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ২৯ জুন ২০২৫  
শিগগিরই কমোডিটি এক্সচেঞ্জের মক ট্রেডিং শুরু : মেজবাহ উদ্দিন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেছেন, ‘‘বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজ প্রায় শেষের দিকে। খুব শিগগিরই কমোডিটি এক্সচেঞ্জের মক ট্রেডিং প্রদান করা হবে এবং ট্রেকের জন্য আবেদন আহ্বান করা হবে।’’

বৃহস্পতিবার (২৬ জুন) সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে তৃতীয়বারের মত দুইদিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

এ প্রশিক্ষণে সিএসই এবং ডিএসইর ট্রেকের সম্মানিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপন করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

রবিবার (২৯ জুন) সিএসইর এক্সচেঞ্জ ব্র্যান্ডিং ডিপার্টমেন্টের এএম ও পিঅ্যান্ডসিআর তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেজবাহ উদ্দিন বলেন, ‘‘কমোডিটি এক্সচেঞ্জের স্ট্রাকচার এমনভাবে করা হয়েছে যেন, যারা ইকুইটি মার্কেট সম্পর্কে ভাল ধারণা রাখেন ও নিয়মিত ব্যবহার করেন তারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সিএসইর কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রস্তুতকৃত সিস্টেমটি হলো ফুল ইন্টিগ্রেটেড সিস্টেম অর্থাৎ এতে সিসিপি ও অন্যান্য সকল সুবিধার সহজ সমাধান একসাথে রয়েছে। আমরা আমাদের কার্যক্রমের সাথে আপানদেরকেও প্রস্তুত করার কাজটিও করে যাচ্ছি। ইতিমধ্যে দুটি সার্টিফিকেট কোর্স সম্পন্ন হয়েছে আজ তৃতীয়টি সম্পন্ন হলো এবং এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। আপনারা যারা এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন আমরা আশা করবো তারা পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে এক্সচেঞ্জ স্থাপনের কার্যক্রমকে ত্বরান্বিত করবেন।’’

প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান, জেনারেল ম্যানেজার এন্ড হেড অব বিজনেস প্রমোশন মোহাম্মদ মনিরুল হক, ডিজিএম এন্ড হেড অফ লিস্টিং এন্ড কমপ্লায়েন্স একেএম শাহরোজ আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/এনটি//

সর্বশেষ

পাঠকপ্রিয়