রেনেটার প্রেফারেন্স শেয়ার অনুমোদন
ফাইল ফটো
পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি নন-কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ ও পুফুললি রিডামবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। এ শেয়ার ইস্যু করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে।
রেনাটা পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৯ সালে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০টি।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে ৫১.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১.৮৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১৯.৯৪ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬.৯১ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/মেহেদী